৬০,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১১ মার্চ ২০২১ তারিখ গভীর রাতে টেকনাফ উপজেলাধীন উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ১২ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ০৯৫০ ঘটিকায় টহলদলটি মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে সাঁতরিয়ে ০১ (এক) জন ব্যক্তিকে উনচিপ্রাং খালের মুখে উঠতে দেখে এবং তৎক্ষণাৎ তাকে চ্যালেঞ্জ করে। দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাকারবারী উক্ত খাল হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল চারদিক থেকে ঘেরাও করতঃ এক পর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার কোমরের সাথে গামছা দিয়ে বাঁধা অবস্থায় পলিথিনে মোড়ানো একটি বড় প্যাকেট পাওয়া যায়। টহলদলটি উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরূপঃ


বিজ্ঞাপন

আলী আহম্মদ (২৮), পিতা-আবুল মোহাম্মদ হোসেন, গ্রাম-লম্বাবিল, ডাকঘর-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।


বিজ্ঞাপন

আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।