নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ ২০২১ খ্রিঃ ২০ঃ০০ ঘটিকায় নগর গোয়েন্দা বিএমপি’র পুলিশ পরিদর্শক/ মোঃ আঃ রহমান মুকুল পিপিএম এর নেতৃত্বে, এসআই/ সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় অফিসার-ফোর্সবৃন্দ কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে রমজান হাওলাদার এর টিনশেড বসতঘর থেকে কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ
ধোপাবাড়ি সড়কের বরের ভিটার মোঃ রফিক হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার(২২), কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ বটতলা জোড়াপোল সংলগ্ন মানিক হাওলাদার এর ছেলে মোঃ রানা হাওলাদার(২২), কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ মোল্লাবাড়ি বটতলার মজিবর মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা(২৬) ও বরিশাল তালতলি থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ কড়ই বাড়িয়ার গেন্ডামারা ছোটবগীর মৃতঃ সুন্দর মল্লিক এর ছেলে মোঃ জলিল মল্লিক(৪৫) কে
১) ০৪(চার)টি সাবমেরিন ক্যাবলের খন্ড, প্রতিটি ক্যাবলের দৈর্ঘ্য যথাক্রমে ১৪ ফুট, ১২.৫ ফুট, ১১ ফুট ও ১২.৫ ফুট, মোট দৈর্ঘ্য=৫০ ফুট, ওজন=(১৬+১৯+২০+১৮)= ৭৩(তেহাত্তর) কেজি
২) ১৫০(একশত পঞ্চাশ) কেজি তামার তার
৩) ৩৮ (আটত্রিশ) কেজি এ্যালুমিনিয়াম তার
এবং
৪) ০৮(আট)টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ সহ গ্রেফতার করেন।
০১, ০২ ও ০৩নং আলামতের সর্বমোট ওজন= (৭৩+১৫০+৩৮)= ২৬১(দুইশত একষট্টি কেজি) সাবমেরিন ক্যাবল, সর্বমোট আনুমানিক মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা।
উল্লেখ্য যে, ০১-০৩ নং আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে আরও চুরি মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।