সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


বিজ্ঞাপন

রোববার (৪ এপ্রিল) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আসলামুল হক যেমনি সবসময় দলীয় নেতা-কর্মী-সমর্থকদেরকে অভিভাবকতুল্য দায়িত্ববোধে আগলে রাখতেন তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদে মানবিক মমত্ববোধ নিয়ে সমসময় পাশে দাঁড়াতেন।”

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “আসলামুল হক জনগণের ভাগ্যোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। উন্নয়ন রাজনীতির ধারাবাহিকতায় তিনি টানা তিন মেয়াদে মহান জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। এই সময়ে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছেন। দেশকে ও দেশের মানুষকে তাঁর আরও অনেক কিছুই দেওয়ার ছিল। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন জনবান্ধব-মানবিক নেতাকে হারালাম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলার প্রত্যয়ে তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।”

শোকবার্তায় ডিএসসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।