১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টে একটি টহলদল গত ১১ এপ্রিল ২০২১ তারিখে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ১৯৩০ ঘটিকায় টেকনাফ গোলচত্ত্বর হতে উখিয়া কোর্ট বাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামায়। বর্ণিত সিএনজিটি তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তার আন্ডারওয়্যার এর ভিতর হতে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৮০ গ্রাম পরিমাণ ইয়াবার ক্রিস্টাল মেথ আইস এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে বর্ণিত আসামীকে ব্যাটালিয়ন সদরে আনায়ন করতঃ পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গোদারবিল এলাকা হতে বর্ণিত ইয়াবার আইস ক্রয় করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১২ এপ্রিল ২০২১ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় মোঃ লাল মিয়া (৪৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-গোদারবিল, ডাকঘর-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময়ে বর্ণিত ব্যক্তির বাড়ী তল্লাশী করে আরও ৮৭ গ্রাম পরিমাণের ইয়াবার আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবা ক্রিস্টাল মেথ আইসের পরিমাণ ১৬৭ গ্রাম যার সিজারমুল্য ১৬,৭০,০০০/- (ষোল লক্ষ সত্তর হাজার) টাকা এবং আটককৃত ১০ পিস ইয়াবা ট্যাবলেট এর মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা হলো- ক। ফাহিম শাহরিয়ার (৩০), পিতা মোঃ খাইরুল আলম ভুঁইয়া, গ্রাম-উলুপাড়া, ডাকঘর-উলুপাড়া, থানা–সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।


বিজ্ঞাপন

আটককৃত আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।