বিদেশী মদসহ গ্রেফতার ৩

সিলেট

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তোরার সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এই মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এসআই(নিঃ)/কল্লোল গোস্বামী, এএসআই(নিঃ)/মো: বোরহান উদ্দিন, এএসআই(নিঃ)/সঞ্জয় চন্দ্র দে, এএসআই(নিঃ)/মো: আমিনুর রহমান, এটিএসআই/ওয়াদুদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ আব্দুর রহিম রাজু (৩২) পিতা-মৃত আব্দুল মোতালিব, মাতা- কুলসুমা বেগম, সাং-বালিয়ারী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ রবিন (২০) পিতা-মৃত রতন মিয়া, মাতা- মোছা: নিশা, সাং-ভাগলপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- বদিকোনা, সাদেক মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মোঃ বাদল আহমদ (৩৬) পিতা-মৃত রহিচ মিয়া, মাতা-চায়না বেগম, সাং- ঝালোপাড়া, চাঁদনীঘাট, বাসা নং-১৪, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে আটক করেন। ধৃত আসামীদের দখল ও হেফাজত হতে ৩৫ বোতল McDowells BULE RIBAND, Tango,GIN(বিদেশী মদ) উদ্ধার পূর্বক ১৬/০৪/২০২১খ্রিঃ তারিখ ০১:৪০ ঘটিকায় এসআই(নি:)/মোঃ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৪/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক) রুজু করা হয়।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন