নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার বিএসটিআই, কুমিল্লা কর্তৃক কুমিল্লা জেলার বুড়িচং ও আদর্শ সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
এসময় কুমিল্লা মার্তৃভান্ডার, কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা, গোল্ডেন বেকারী এন্ড কনফেকশনারী, ক্যান্টনমেন্ট মার্কেট, আঃ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়া যায় কিন্তু মোড়ক নিবন্ধন সনদ না থাকায় অতিসত্বর সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। কফি হাউজসুইটস এন্ড বেকারী, ক্যান্টনমেন্ট ড্রীম বেকার্স, পুলিশ লাইন এর সিএম ও মোড়কজাত সনদ না থাকায় খাস ফুড, বাদুড়তলা আমানা বিগবাজার, বাদুড়তলা স্বপ্ন সুপার সপ, বাদুড়তলা ঘাস ফুড, বাদুড়তলা, আঃ সদর, কুমিল্লা এর বিভিন্ন পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় অতিসত্বর সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়। উক্ত সার্ভিল্যান্স টিমের নেতৃত্ব দেন জিয়াউল হক, সহকারী পরিচালক(সিএম) এবং সহযোগী হিসাবে মোঃ শাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম)ও মোহাম্মদ আনিছুর রহমান, পরিদর্শক (মেট)। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।