চীনের ডিফেন্স মিনিস্টার এর সাথে বাংলাদেশ আর্মি চীফের সাক্ষাৎ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী ২০ সদস্যের একটি চীনা সশস্ত্রবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দু’দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়ন, সামরিক প্রশিক্ষণ বিনিময়, সশস্ত্র বাহিনী পর্যায়ে নিয়মিত মত বিনিময় অব্যাহত রাখা প্রত্যয় ব্যাক্ত করার পাশাপাশি কোভিড-১৯ মহামারি মোকাবেলা চীনের সহযোগিতার বিষয়ে ধন্যবাদ প্রদান করেন। আলোচনাকালে সেনাপ্রধান বাংলাদেশের পররাষ্ট্র নীতির আলোকে “সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়”‘ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সদা বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন।


বিজ্ঞাপন