৬,৬০০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো( উত্তর) এর মোহাম্মদ পুর সার্কেল কর্তৃক ৬, ৬০০ পিস ইয়াবা সহ ৬ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সুত্র জানিয়েছে।উক্ত সুত্রটি জানায়, আজ শুক্রবার ৩০/০৪/২০২১ ইং তারিখ ডিএনসি, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের মোহাম্মদপুর সার্কেল কর্তৃক দক্ষিণ খান থানাধীন কাওলার এলাকা হতে আসামী জাহিদ হাসান (৩৫) কে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেব এবং রাজু আহম্মেদ (৩২) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকা হতে মোঃ নুর (২২) ও মন্জুর আলম (১৯) কে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কলোনী বাজার এলাকা হতে মোঃ ফয়সাল (৩৮) ও টিটু মিয়া (৩০) কে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৬০০০ পিস ইয়াবা সহ আসামীদের গ্রেফতার করা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম। মামলা দায়ের প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন

অপর একটি অভিযানে ধানমন্ডি সার্কেল কর্তৃক মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকা হতে মোঃ ইমরান হোসেন (২০) কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন