সাবরীনা মান্নান : ফেলে আসা জীবনে আমার কাছে মায়ের তিনটি রূপ জমা হয়েছে এক আমার মা’ যার গর্ভে আমার জন্ম দুই শ্বাশুড়ি মা, মৃত্যুর দু দিন আগে ফোন করে বলেছিলেন, তোমাকে দেখতে ইচ্ছে করছে, বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গিয়েছেন, কপাল কেটে গিয়েছিলো, আমি শুধু মায়ের মৃতদেহের কপালে শেষবার চুমু দিতে পেরেছিলাম।
আমার মা পেশাগত জীবনে শিক্ষিকা হলেও পুরোদস্তুর একজন গৃহিণী। স্বামী, সংসার এবং আমরা তিন বোন এক ভাই তার কাছে ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনো ঠিক তেমনই রয়েছেন মা।
আমি একজন মা, পেশাগত জীবনকে বেশি মূল্য দিতে গিয়ে হয়তো কখনো সন্তানের প্রতি একটু অধটু অবহেলা করে ফেলেছি,তবে ভালোবাসার জায়গায় কোনো ফাঁক রাখিনি।
মায়ের রূপ একটাই
স্বার্থহীন, ত্যাগী, গভীর ভালোবাসায় পরিপূর্ণ।
বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা রইলো।