নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক এক অভিযানে ৫৯,১৮,৬১৬/- (ঊনষাট লক্ষ আঠার হাজার ছয়শত ষোল) টাকা মূল্যের ১ কেজি ৬৩ গ্রাম ওজনের ০৩টি স্বর্নের বারসহ ০১ জন স্বর্ণ চোরাকারবারী আটক করেছে, খবর সংশ্লিষ্ট সুত্রের।
বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মোঃ জিলাস উদ্দিন এর নেতৃত্বে ০৬ সদস্য বিশিষ্ট টহল দল চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর স্কুল পাড়া মাঠের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার স্বর্ন চোরাকারবারী ইস্রাফিল হোসেন (পুকু) (৪৬), পিতা-মৃত দৌলত হোসেন, গ্রাম-গয়েশপুর স্কুল পাড়া, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা- চুয়াডাংগাকে ০৩টি বিদেশী স্বর্ণের বার (ওজন ০১ কেজি ৬৩ গ্রাম), ০১টি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ১,৮২০/- টাকাসহ আটক করা হয়।
আটককৃত স্বর্ণ, মোটর সাইকেল ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫৯,১৮,৬১৬/- (ঊনষাট লক্ষ আঠার হাজার ছয়শত ষোল) টাকা। আটককৃত আসামীকে ০৩টি স্বর্ণের বার, মোটরসাইকেল এবং নগদ টাকাসহ চুয়াডাংগা জেলার জীবননগর থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে সোপর্দ করার কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।