নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/কল্লোল গোস্বামী, এএসআই/সঞ্জয় চন্দ্র দে, এটিএসআই/মাজহারুল, এএসআই(নিঃ)/মোঃ হাবিবুর রহমান, এএসআই/মো: বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হতে ঢাকাগামী আঞ্চলিক মহাসড়কের আন্ডারপাস রেলওয়ে ওভারব্রিজে পাকা রাস্তার উপর চেকপোাষ্ট করাকালে একটি মিনি পিকআপ গাড়ী, যার রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩ সিগন্যাল দিয়া থামিয়ে আসামী ১। মো: শাহানুর মিয়া @ মাসুদ (৩৮), পিতা-মৃত ফজর আলী @ ফজলুল হক @ মোল্লা ভাই, মাতা-মাইফুল বেগম, সাং-চৌদ্দগড় কলোনী, দলইপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, বর্তমানে-শিববাড়ী, সোনারগাঁও, গফুর মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। মো: পাখি @ ফাকি মিয়া (২৮), পিতা- মৃত ফজর আলী @ ফজলুল হক @ মোল্লা ভাই, মাতা-মাইফুল বেগম, সাং-চৌদ্দগড় কলোনী, দলইপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, বর্তমানে-মুছারগাঁও, রুমন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, সাউথ সুরমা পেট্রোল পাম্প সংলগ্ন, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: সেলিম মিয়া @ সাগর (২৮), পিতা-মো: শাহানুর মিয়া মাসুদ, মাতা-সেলিনা বেগম, সাং-চৌদ্দগড় কলোনী, দলইপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, বর্তমানে-শিববাড়ী, সোনারগাঁও, গফুর মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৪। কামাল হোসেন (৩২), পিতা-মৃত তুফান আলী, মাতা-মোছা: রাবিয়া বেগম, সাং-সাতপারিয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-গোটাটিকর, মুকিত মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৫। মো: ইসমাইল (৩০), পিতা-মৃত হোসেন আলী, মাতা-রহিমা বেগম, সাং-চারগ্রাম, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-গোটাটিকর, শাহজাহান মিয়ার কলোনী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’দেরকে আটক করত: গাড়ীতে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার সংক্রান্তে জিজ্ঞাসা করলে, তারা বৈদ্যুতিক তার সংক্রান্তে কোন সদত্তোর দিতে পারে নাই। আসামীদের দখল ও হেফাজত হতে ০১টি পুরাতন মিনি পিকআপ, যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩, সর্বমোট-৩০৫ কেজি বৈদ্যুতিক তার, ০১টি দুই হাতল বিশিষ্ট তার কাটার ডিজিটাল কাটার, ০১টি ছোট কাটিং প্লাস, ০১টি সিলভার রংয়ের সেলাই রেঞ্চ, ০৩টি রডের টুকরা (যা বৈদ্যুতিক তার কাটার কাজে ব্যবহ্নত হয়) উদ্ধার পূর্বক ২৫/০৫/২০২১খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫:৪০ ঘটিকার সময় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৬, তারিখ-২৫/০৫/২০২১খ্রিঃ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
