সাবেক ডিআইজি আফজাল হোসেনের ইন্তেকাল

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আলহাজ এম. আফজাল হোসেন (৯২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫ মে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —— রাজিউন)।


বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি এক পুত্র, ৪ কন্যা, ৯ নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


বিজ্ঞাপন

তিনি তৎকালিন সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান পুলিশ সার্ভিসে (পিএসপি) যোগদান করেন। ১৯৮০ সালে ডিআইজি পদে অবসর গ্রহণ করেন তিনি।

জনাব এম. আফজাল ১৯২৯ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মোঃ আফতাব উদ্দিন এবং মাতা মরহুমা মালেকা খাতুন।

তিনি ১৯৪৯ সালে রাজশাহী কলেজ হতে অর্থনীতি বিষয়ে সম্মান ডিগ্রি সম্পন্ন করে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে এক বছর শিক্ষকতা করেন।

আইজিপি’র শোক
সাবেক ডিআইজি আলহাজ এম. আফজাল হোসেনের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।