নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১৩,০০০ (তের হাজার) পিস ইয়াবা সহ ৪ জন মাদক ব্যাবসায়ী কে পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার ও ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
লোহাগাড়া থানার এসআই(নি:)/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৯ সনিবার বিকাল ৫ টা ১৫ মিনিটে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ আসামী মো: সাইফুল ইসলাম (৩০) ও আসামী মো: হেলাল উদ্দিন (২৫)কে গ্রেফতার করে।
এসআই(নি:)/সামছুদ্দেৌহা সঙ্গীয় ফোর্সসহ ২৯/০৫/২০২১খ্রি: সন্ধ্যা ০৬:৪৫ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার সহ আসামী মো: আবু জাফর প্র: বাচ্চু (৫৩) ও আসামী ও মো: রেজাউল করিম (৫৩)দেরকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।