নিজস্ব প্রতিনিধি : কিছু দিন আগে রুমানা নামের একজন কলেজ ছাত্রী তার ফেসবুক আইডিটিতে প্রবেশ করতে পারছিলেন না।
সে বিভিন্ন ফেসবুক গ্রুপে আইডি উদ্ধারের সহায়তা চাইলে একটি আইডি নিজেকে র্যাবের সাইবার টিমের সদস্যের বলে পরিচয় দেয় এবং আইডি উদ্ধারের জন্য সাথে পাঁচ হাজার দাবি করে।
পাঁচ হাজার টাকার বিনিময়ে আইডি উদ্ধার হলে দেখা দেয় নতুন বিপত্তি।
মেয়েটির আইডিতে থাকা ব্যক্তি গত ছবি দিয়ে তাকে ব্ল্যাক মেইল করে ১ লাখ টাকা দাবি করা হয় এবং মেয়েটি ২০ হাজার টাকাও প্রদান করেন।
কিন্তু এতেও মানসিক নির্যাতন বন্ধ না হলে, এহেন অভিযোগের ভিত্তিতে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে একটি দল উক্ত কাজে জড়িত মিনহাজ আবেদীন ইফতিকে শনাক্ত করে এবং ঢাকার বাড়িধারা থেকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতি তার অপরাধের কথা স্বীকার করে অনুশোচনা করে এবং এই রকম কাজের সাথে জড়িত তার দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয় উন্মোচন করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।