মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : গতকাল শনিবার ১২ জুন, বিকালে নড়াইলে লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নেতৃত্বে নড়াইল জেলা পুলিশ মাঠে নেমেছে। লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের টিম নিয়ে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ব্যাপক তৎপরতা চালান।
মাস্ক না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জন পথচারী ও দোকানীকে আটক করে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামুলক প্রচার চালান।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের অভিবাবকদের নিকট মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর, ট্রাফিক বিভাগের টিআই তপন কুমার, সার্জেন্ট জাহিদ হাসান সহ অন্যান্য পুলিশ সদস্য। ঘোষণা অনুযায়ী নড়াইল জেলায় ৭ দিনের লকডাউন যেটি ১৯ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে ।
পুলিশ সুপার জানান লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলা পুলিশ সর্বদা কাজ করে যাবে।