রাজধানীতে নতুন মাদক এস্কাফসহ গ্রেপ্তার ৪

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানার নাগদারপাড় ব্রিজ এলাকা থেকে ৫ মন গাঁজা ও নতুন মাদক এস্কাফের (Eskuf) ১৮৪ বোতল সিরাপসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা তেজগাঁও বিভাগ পুলিশ।


বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন।

পুলিশ বলছে, এসব মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে একটি শাক সবজির পিকআপে ঢাকায় এনে বিক্রি করতো তারা।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টায় রাজধানীর খিলগাঁও থানার নাগদারপাড় ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও এস্কাফ সিরাপ সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।