নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) কর্তৃক ২০,৪২,৫৬৮/- (বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার পাচশত আটষট্টি) টাকা মূল্যের ১৪ কেজি ৮৫০ গ্রাম (১২৭৩ ভরি) ওজনের চান্দি রুপা আটক, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
শনিবার চোরাকারবারী কর্তৃক রুপা পাচার করা হচ্ছে মর্মে সিভিল সোর্স হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির বিশেষ টহলদল নায়েক মোঃ জুলহাস মিয়া, পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত হরিবুদপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে ০২ জন বহনকারীসহ (মোঃ জিসান আলী (হ্নদয়) (২০) পিতাঃ মোঃ নওশদ আলী, মোঃ বিপুল হোসেন (২১), পিতাঃ মোঃ জিয়াউর রহমান,উভয়ের গ্রামঃ নাস্তিপুর, পোঃ দর্শনা থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গা) ১৪ কেজি ৮৫০ গ্রাম (১২৭৩ ভরি) চান্দি রুপা, ০১ টি মোটর সাইকেল, ০২টি মোবাইল ফোন এবং নগদ বাংলাদেশী ১,০৬৮/- টাকা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য- ২০,৪২,৫৬৮/- (বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত আটষট্টি) টাকা মাত্র।
আটককৃত বহনকারীদের দর্শনা থানায় হস্তান্তর করতঃ বর্ণিত বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।