অভয়নগরে করোনায় ১ জনের মৃত্যু ও মোট আক্রান্ত ১০৪৯ জন

সারাদেশ স্বাস্থ্য

চলছে প্রশাসনের কঠোর বিধি নিষেধ বাস্তবায়ন


বিজ্ঞাপন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় ৪৪ জনের নমুনা পরীক্ষার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৩ জনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং ১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে কতৃপক্ষ। করনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন উপজেলার গুয়াখোলা গ্রামের গোলাম মোস্তফা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ৩৮১৪ জনের। তার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১০৪৯ জন। মোট মৃত্যু বরণ করেছেন ৩১ জন। বর্তমান আক্রান্ত আছে ৩৩৬ জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২০ জন। বাকি সকল রোগী বাড়িতে আইসোলোশনে রয়েছে। করনায় আক্রান্ত হয়ে অন গোয়িং প্রোসের্স এ রয়েছে ৩৩৬ জন রোগী।
অভয়নগর উপজেলা প্রশাসন ও অভয়নগর থানা কতৃপক্ষ ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলে কঠোর লকডাউন বাস্তবায়ন কার্যক্রম চলছে।