কঠোর বিধিনিষেধে চালু থাকবে শিল্প-কারখানা

অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণের ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, কঠোর বিধিনিষেধের মধ্যেও শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার সকাল ৬টা থেকে দেশে সীমিত আকারে লকডাউন চলছে। এর আওতায় বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। এছাড়া সুনির্দিষ্ট বিধিনিষেধও দিয়েছে সরকার।