লকডাউন কঠোর ভাবে মেনে চলা আমাদের নাগরিক দায়িত্ব

জাতীয়

লুবনা আহমেদ : লকডাউন শুরু হয়েছে , একে কঠোরভাবে মেনে চলা আমাদের নাগরিকদেরই কর্তব্য।কারন লকডাউন সরকারের জন্য কোনো সফলতা বয়ে আনে না,
অর্থনৈতিক বিপর্যয় ছাড়া।


বিজ্ঞাপন

সাধারন জনগনের রক্ষার বা ভাইরাসকে কিছুটা হলেও রোধ করার জন্যই লকডাউন দেওয়া হয়।


বিজ্ঞাপন

এই মুহূর্তে এছাড়া কি অন্য কোনো উপায় আছে কোভিডকে রুখে দেওয়ার?শুধু লকডাউনই সমাধান নয়,এর সাথে আমাদেরও কিছু করনীয় রয়েছে।মাস্ক ব্যাবহার হোলো প্রধান কাজ।

দ্বিতীয়টি হোলো যতটা পারা যায় সামাজিক দুরুত্ব রেখে চলা।প্রয়োজন ছাড়া কয়েকজন একত্রিত হয়ে আড্ডা বা সমাবেশ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ অনন্ত নিজের ও অন্যের সুরক্ষার জন্য।

আমাদের নিজেদের পরিবারের সুরক্ষা করাও আমাদেরই কর্তব্য।তাই প্রয়োজন ছাড়া ঘড়ের বাইরে সময় না কাটাই।অনেকেরই এর বিপোরীতে বক্ত্যব আছে বা থাকবে।

অর্থনৈতিক সমস্যা থাকবে।কিন্তু বেঁচেওতো থাকতে হবে।যেহেতু খুলনা তথা এই বিভাগের সকল জেলাই হাই রিস্ক জোনে আছে এবং মৃত্যুহারও অন্যদের থেকে বেশী।ভুলে গেলে চলবে না, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট।আগের থেকে অনেক শক্তিশালী ।

চিকিৎসা অবস্থাও অপ্রতুল।তাই নিজেদের সুরক্ষাতো আমাদের নিজেদেরই করতে হবে পাশাপাশি অন্যের সুরক্ষরার ভার নিতে হবে, সাহায্য করতে হবে ভালো থাকার জন্য,সুস্থ থাকার জন্য., কারন এটা আমাদের পৃথিবী, আসুন আমরা সবাই প্রার্থনা করি যেনো প্রিয় পৃথিবী সুস্থ থাকে,সুরক্ষিত থাকে।