কোরীয় ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : কোরীয় ভাষায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘দ্য আনফিনিশড ম্যামোয়ার্স’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এটি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরীয় ভার্সন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি হোটেলে এক অনুষ্ঠানে এ আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন

‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে এ আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়েছে। সিউলের লট্টি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে ভিডিও বার্তা পাঠান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধুর জীবন থেকে দক্ষিণ কোরিয়ার শিক্ষণীয় থাকতে পারে বলে বার্তায় উল্লেখ করেন তিনি।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য সুল হুন, লি স্যাং-রিওলসহ বাংলাদেশ ও কোরিয়ার বেশ কয়েকজন কূটনীতিক ও অন্যরা।