র‍্যাব বগুড়া ক্যাম্পের অভিযানে সীমানা পিলার চক্রের সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‍্যাবের বগুড়া ক্যাম্পের অভিযানে সীমানা পিলার চক্রের সদস্য গ্রেফতার র‍্যাবের বগুড়া ক্যাম্পের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

বাংলাদেশে কিছু প্রতারক চক্র আছে, যারা আপনাকে বলবে ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা ম্যাগনেট পিলার আছে, পিলারের মধ্যে ম্যাগনেট কয়েন আছে, এই কয়েন দিয়ে বিমান নামানো যায়,জাহাজ ডুববে না,এ কয়েন পানিতে ভাসে,আমেরিকার নাসা এই ম্যাগনেট কয়েন শত শত কোটি টাকা দিয়ে ক্রয় করে ইত্যাদি।


বিজ্ঞাপন

অনেক ধনী ও নিরীহ ব্যক্তি এই প্রতারকদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে।স্বল্প বিনিয়োগে কোটিপতি হওয়ার স্বপ্নে মানুষ লোভে পড়ে এদের ফাঁদে পা দিয়েছে।

অবশেষে র‍্যাব -১২ বগুড়ার অভিযানে, বগুড়ার শাপলা মার্কেট হতে ব্রিটিশ সীমানা পিলারের ভুয়া ম্যাগনেট কয়েন তৈরির এক কারিগর নাম শাহীন ইমরান আলী(৫০)কে আটক ও কয়েন তৈরির যন্ত্রপাতি,কেমিক্যালসহ ৫৫ পিস বিভিন্ন সাইজের ব্রিটিশ,আমেরিকার ছাপ সমৃদ্ধ কয়েন উদ্ধার করা হয়েছে।

আপনারা কেউ ব্রিটিশ সীমানা পিলার ও শত কোটি টাকার ম্যাগনেট কয়েনের লোভে পড়ে নিঃস্ব হবেন না।