নিজস্ব প্রতিনিধি : পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারপূর্বক রিমান্ডে নিয়ে তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সিআইডি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহান মন্ডল(২৮) কে গত বৃহস্পতিবার ১ জুলাই, ভোর রাত্রিতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
সিআইডি, পাবনা জেলার একটি চৌকস টিম তাকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র সে তার বাড়ির পাশে দোকানের চালার নিচে এবং পুকুরের এক কোণায় পানির মধ্যে লুকিয়ে রেখেছে ।
শনিবার ৩ জুলাই, দূপুর ৩টার সময় আসামি সোহান মন্ডলকে সাথে নিয়ে তার দেখানো মতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিআইডি, পাবনার ফুল টিম সদর থানার ভজেন্দ্রপুর গ্রামে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আসামির বাড়ির পিছনের পুকুর হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, একটি বড় চাকু, ১ টি চাপাতি এবং বাড়ির সাথের দোকানের চালার নিচ হতে ১টি চাপাতি ও ২টি রড উদ্ধার করে জব্দ করেছে।