লকডাউনের চতুর্থ দিনে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র খুলনা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মো. নুরল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি কর্তৃক খুলনা মহানগরীর চেকপোস্ট ডিউটি ও সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

রবিবার খুলনা মহানগরীর জিরো পয়েন্ট চেকপোস্ট এ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মোঃ নুরল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর আগমন উপলক্ষে কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার র‍্যাব-৬ লে. কর্ণেল রওশনুল ফিরোজ-সহ সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

জেওসি কর্তৃক খুলনা সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি; কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা; খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম-বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); খুলনা জেলার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান; ডেপুটি পুলিশ কমিশানর (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ বাংলাদেশ সেনাবাহিনী, কেএমপি এবং খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।