বিনোদনপ্রতিবেদক : চিত্র নায়িকা, মডেল ও নাট্যকর্মী ইশপিতা শবনম শ্রাবন্তীর জন্মদিন ছিলো ৪ জুলাই রোববার। ২০০৫ সালে ক্যারিয়ারের একমাত্র চলচ্চিত্র “রং নাম্বার” সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে শ্রাবন্তীর।
মতিন রহমান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন সে সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ।
সেই সিনেমার ‘প্রেমে পড়েছে মন’ গানটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছিলো যে আজো সেই জনপ্রিয়তার ভাঁটা বিন্দুমাত্র কমেনি। নাচ, গান, রোমান্স, বিরহ সব মিলিয়ে ছবিতে তার পারফরম্যান্সও ছিলো অসাধারণ।
বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটক কিংবা সিনেমা যেটাই বলি না কেনো সর্ব জায়গাতেই অভিনয় করে নিজের মেধার জানান দিয়েছেন, মুগ্ধ করেছেন দর্শকদের মিষ্টি হাসির লাস্যময়ী এই অভিনেত্রী।