সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : এসআই(নিঃ)/ মোঃ নাজমুল আলম সঙ্গীয় সহ এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরী নং-১৮৮/২০২১ এবং পিসিসি নং-৮৪৬/২১ তাং-০৫/০৭/২০২১খ্রিঃ মূলে থানা এলাকায় সিয়েরা-৩১ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.৪০ ঘটিকার সময় ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী সাকিনস্থ সোহেল মিয়ার কলোনীর সাইদুরের ভাড়াটিয়া ঘরের ভিতর সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হলে তথায় টাকার বিনিময়ে তাস (জুয়া) খেলারত অবস্থায় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় জুয়াড়ি ১। মোঃ সাইদুর মিয়া (৩৫), পিতা-মৃত মজিদ মিয়া, ২। মোঃ উজ্জল মিয়া (২৮), পিতা-মৃত আলী আজম, ৩। দিলোয়ার হোসেন (৩২), পিতা-রজব আলী, ৪। মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা-বজলু মিয়া, ৫। আব্দুল আহাদ (৩০), পিতা-মৃত আব্দুল গফুর, ৬। মোঃ রায়হান (২৪), পিতা-মোঃ তাইদ মিয়া, সর্ব সাং-ইকরাম, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, সর্ব বর্তমানে সাং-বাসা নং-রংধনু-৩২/১ (সোহেল মিয়ার কলোনী), চৌকিদেখী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদেরকে আটক করেন।


বিজ্ঞাপন

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত জুয়াড়িদের দেহ ও ঘটনাস্থল তল্লাশী করে উল্লেখিত সকল জয়াড়িদের হেফাজত হতে (১) জুয়া খেলায় ব্যবহৃত মোট ৫২(বায়ান্ন) পিস তাস, (২) জুয়া খেলালব্দ সর্বমোট ২০১০/-(দুই হাজার দশ) টাকা উদ্ধার পূর্বক ০৬/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত ০৩.৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও ধৃত জুয়াড়িদের হেফাজতে নিয়ে থানায় এসে এসআই(নিঃ)/ মোঃ নাজমুল আলম এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-০৬, তাং-০৬/০৭/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়। বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।