এক নারী পাচারকারী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মামলা সুত্রে ১ জন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে চাপাইনবয়াবগঞ্জ সি,আই,ডি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সূত্রঃ গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মানব পাচার আইন/২০১২ এর ৮/১২/১৩।

সূত্রে উল্লিখিত মামলাটি সিআইডি নিয়ন্ত্রনে নিয়া এজাহারনামীয় আসামী মোছাঃ তানজিলা বেগম (৩০), স্বামী- জাহাঙ্গীর হোসেন, সাং-চৌডালা বেলাল বাজার, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে মামলার তদন্তকারী অফিসারসহ সিআইডি, চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি চৌকস টিম তার বাড়ী হতে গ্রেফতার করে।

উক্ত আসামী তার স্বামী জাহাঙ্গীর আলমসহ অন্যান্যদের সহায়তায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থান হতে নারীদের সংগ্রহ করে তার বাড়ীতে আটক রেখে তাদেরকে দিয়ে পতিতাবৃত্তির কাজ চালিয়ে আসছিল।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর টহল টিমের সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৯/০৬/২০২১ তারিখ অভিযান চালিয়ে সূত্রে উল্লিখিত মামলাটি দায়ের করেন।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত গ্রেফতারকৃত আসামী পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।