নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন লাঙ্গলবন্দ সেতুর ঢাকামূখী লেনের টিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ উক্ত পাতটি তুলে ঢালাই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে তারা আগামী ১২/০৭/২০২১ ইং তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কাজ শুরু করবে।
সে কারণে আগামী ১২ ই জুলাই সকাল ০৮.০০ টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত উক্ত সেতুতে ঢাকামূখী লেন বন্ধ রেখে চট্টগ্রামমূখী লেনে দিয়ে গাড়ি চলাচল করবে।
এছাড়াও ১২ ই জুলাই রাত ১০:০০ টা হতে ১৪ ই জুলাই দুপুর ১২:০০ টা পর্যন্ত উক্ত সেতুর উভয় লেন বন্ধ থাকবে। উক্ত সময়ে মহাসড়কে চলাচলকারী হালকা যানসমূহ লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি বাজার-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। ভাড়ী গাড়িগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা/সিলেট মহাসড়ক-কাঁচপুর রুটে যাতায়াত করবে।
১৪ ই জুলাই দুপুর ১২:০০ টা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্লিখিত স্থান দিয়ে স্বাভাবিক নিয়মে যান চলাচল করবে।