সিএমপির কর্ণফুলী থানায় খুনের অভিযোগে গ্রেফতার ৩

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত মঙ্গলবার ১৩ জুলাই, ভিকটিম নুরুল আলম(৫০) পাওনা ৫০,০০০/-টাকা দিতে ব্যর্থ হওয়ায় এজাহারনামীয় বিবাদীগণ ভিকটিমকে নির্যাতন করতঃ পরষ্পর যোগসাজশে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে তার লাশ সিলিংয়ের লোহার এ্যাঙ্গেলের সাথে ঝুলাইয়া রাখে। এরূপ অভিযোগ মোঃ কোরবান আলী (২৮), মোছাঃ আছিয়া বেগম (৫৫) ও মোঃ পারভেজ (২৩) গণকে গ্রেফতার করে কর্ণফুলী থানা পুলিশ।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে নগরীর কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন