পরীমনি : যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার বিনিময়ে আমি শুধু আপনাদের একটা জিনিসই দিতে পারি। আর সেটা হল ভাল কাজ।
আপনারা হয়তো জেনে থাকবেন, ‘প্রীতিলতা’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছিলাম আমি।
প্রীতিলতাকে ধরার জন্য বেঙ্গল পুলিশের সি আই ডি প্রীতিলতার যে ছবি দিয়ে একটি নোটিশ প্রকাশ করেছিল সেখানে লেখা ছিল,
Waddadar, whose photographs are published above. Photograph No 1 was taken 2 years ago when Miss Prithi was a student of the Dacca Eden Intermediate College।
১৯৩২ সালের সেই ছবিটি আজ আবার প্রকাশ করা হবে। গ্লামার ভেঙে পরী কি পারবেন প্রীতিলতা হতে? এমনও প্রশ্ন ছিল কারো কারো। তবে সব প্রতিক্ষার অবসারন ঘটিয়ে, সকল প্রশ্নের উত্তর দিতে এবার হাজির হচ্ছি প্রীতিলতা রূপে। আজ রাত ঠিক আটটায়।
আশা করি ফার্স্ট লুকটি আপনাদের ভাল লাগবে। এই প্রথম একটি পিরিয়োডিকাল সিনেমার ক্যারেক্টর প্লে করছি আমি, এটা আমার জন্য অনেক সম্মানের।ফার্স্টলুকটি আপনাদের ভালো লাগলেই আমার আর আমার টিমের পরিশ্রম সার্থক হবে।
সবাই নিরাপদে আর সাবধানে ঈদ উদযাপন করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক!