রামগঞ্জে লকডাউন বাস্তবায়নে ইউএনও এবং ওসির যৌথ অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত ২সাপ্তাহের কঠোরতম লকডাউন বাস্তবায়নে লক্ষীপুর রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন যৌথ অভিযান চালিয়েছেন।


বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুলাই ) সকাল থেকে রামগঞ্জ ও সোনাপুর বাজারে অভিযান অব্যাহত রেখেছেন।

রামগঞ্জ উপজেলার দায়িত্বরত ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) আশরাফ আলম জানান, ভোর ৬টা থেকে রামগঞ্জ পৌর শহর পুলিশবক্স (চৌরাস্তায়)আমরা কঠোর অবস্থান নিয়ে আছি। ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় ভিবিন্ন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত আইনে (জরিমানা) করা হয়েছে।

জানা যায়, কোন কারন ছাড়াই সাধারণ মানুষ সিএনজি, মোটরসাইকেলে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রামগঞ্জ পৌর শহরে প্রবেশ করে ঘোরাফেরা করছেন ।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিএসবি পুলিশ মোঃ ইব্রাহীম মিয়া, ট্রাফিক পুলিশ মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ আনোয়ারুল কবির, রামগঞ্জ বাজার ব্যবস্থপনা কমিটির সেক্রেটারী মুরগী সেলিম প্রমুখ।