পুলিশের গাড়ি রিকুইজিশনের রিটে চার অ্যামিকাস কিউরি

আইন ও আদালত ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : পুলিশের গাড়ি রিকুইজিশনের বিধান বাতিলের রিট মামলার শুনানিতে চারজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে মনোনীত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তাদের মনোনীত করেন। চার আইনজীবী হলেন- ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ডিএমপির পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক হোসেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩ (ক) ধারার অধীনে পুলিশ যেকোনো গাড়ি রিকুইজিশন করতে পারার বিধানকে বেআইনি ও মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণার রিটে গতকাল মঙ্গলবার এ চারজনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন। ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। এ রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৩ মে রুল জারি করে করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশে বিশেষ প্রয়োজন ছাড়া গাড়ি রিকুইজিশন না করা, গাড়ির যথাযথ ভাড়া পরিশোধ, হয়রানি বন্ধ করা, ১৫ দিনের বেশি গাড়ি রিকুইজিশন না রাখাসহ কয়েকটি নির্দেশনা দেন বলে জানান মনজিল মোরসেদ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *