১৫ আগস্টে ঘাতকের বুলেট শুধুমাত্র জাতির পিতার প্রানটাই নিতে পেরেছে, নিতে পারেনি তার সোনার বাংলা গড়ার আদর্শ

জাতীয়

আমিনুর রহমান বাদশা : ১৫ আগস্টে ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণটাই শুধু নিতে পেরেছে। মুছে ফেলতে পারেনি তাঁর আদর্শ। সোনার বাংলা গড়ার জাতির পিতার সেই আমৃত্য স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।


বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।


বিজ্ঞাপন

যদিও আজকের অবস্থানে আসার কাজটি সহজ ছিল না। দেশকে ফেরাতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর দর্শনে।


বিজ্ঞাপন

একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রায়। সবখানেই হানাদারদের ভয়াল থাবা।

এমন পরিস্থিতিতে ১৯৭২ সালে অনেকটা শূন্য থেকেই সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেখ হাসিনার নেতৃত্বে গত একযুগে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে বাংলাদেশ।

২০০৮-৯ অর্থবছরে দেশের মোট জিডিপি যেখানে ছিল ৯১ দশমিক ৬ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ বিলিয়ন ডলারে।

রেমিটেন্স ৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলার থেকে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, একইভাবে গত এক দশকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৪৭ বিলিয়ন ডলার থেকে ৪৬ বিলিয়ন ডলারে এবং মাথাপিছু গড় আয় ৭০৩ ডলার থেকে ২ হাজার ২২৭ ডলারে উন্নিত হয়েছে।

আগামী একশ’ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা অসাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকলেই কেবল ডেলটা প্ল্যান বাস্তবায়ন সম্ভব।