চুয়াডাঙ্গায় ১২ কেজি ভারতীয় রুপাসহ আটক ১

অপরাধ

মো. সুমন হোসেন, চুয়াডাঙ্গা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তক ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা আটক, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল রবিবার ২২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ বড়বলদিয়া বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া নামক স্থানে একটি অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে টহলদল কর্তৃক ০১ জন আসামীসহ ( ২ জন পলাতক আসামী) ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা, ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন এবং ২ টি সীম কার্ড আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য- ১৬,৫৬,২০৯/- (ষোল লক্ষ ছাপান্ন হাজার দুইশত নয়) টাকা।

আটককৃত আসামী হলো-মোঃ নাজমুল (১৯), পিতা- মৃত আক্তারুল ইসলাম, গ্রাম- নাস্তিপুর, পোস্ট ও থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।

আটককৃত আসামীসহ চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।