নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন- জননেত্রী শেখ হাসিনা নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবার ভ্রত নিয়ে সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছে। বাড়ি বাড়ি খুঁজে অসহাস মানুষের তালিকা করে, তাদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরন করে আসছে। তারই অংশ বিশেষ অাজ কাফরুল এলাকার ১৫০০ হতদরিদ্র অসহায় মানুষের মাজে আজকের এই খাদ্য সামগ্রী বিতরন।
২৩ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হতদরিদ্র দুস্থ মানুষের মাজে খাদ্য সামগ্রী উপহার বিতরন প্রধান অতিথির ভাষনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র অাতিকুল ইসলাম এ কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল (বাবু), কেন্দ্রীয় সংসদ সদস্য কাফি, শিখা রানী বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম নঈম।
অনুষ্ঠানে ১৫০০ টি পরিবারকে ১৮ কেজি খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তৈল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি ডাল।