বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক মতবিনিময়

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : সোমবার ২৩ আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিত বাংলাদেশ উইমেন্স নেটওয়ার্ক (BPWN) এর সভাপতি ও ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম, বিপিএম Zoom App Meeting এ সংযুক্ত হয়ে বাংলাদেশ পুলিশে নারী অফিসারদের দক্ষতা বৃদ্ধি, নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও স্ট্র্যাটেজিক প্লান তৈরি সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ লাইন্স কনফারেন্স কক্ষ থেকে কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম এঁর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর বার্ষিক মতবিনিময় সভায় সংযুক্ত হয়।

উক্ত বার্ষিক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) খন্দকার লাবনী এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন সহ কেএমপি’তে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৬৫ জন নারী পুলিশ অফিসার ও ফোর্স।