আলোর ফেরিওয়ালা

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : ২০১৮ সালের ডিসেম্বরে চালু হয় ‘আলোর ফেরিওয়ালা’। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল গ্রাহকেরা যাতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেতে পারেন। মধ্যসত্ত্ব ভোগীদের প্রভাব দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়। সারা দেশে আরইবি-এর আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি আছে ৮০টি। প্রতি সমিতির আওতায় ১০টি করে ভ্যান নামানো হয়। গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় ৮০০ ভ্যান। এর ফলে নতুন বিদ্যুৎ–সংযোগ কর্মসূচি বাড়তি গতি পায়। নতুন সংযোগের পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রাহকসেবা দেওয়া হয় এসব ভ্যান থেকে। বিদ্যুৎ বিভাগ বলছে, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আরইবি। দেশে বর্তমানে চার কোটি বিদ্যুৎ গ্রাহকের মধ্যে ৩ কোটি ১৬ লাখের বেশি গ্রাহক আরইবির। মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রায় বড় ভূমিকা রেখেছে এ সংস্থা। ২০১৯ সালে বিদ্যুৎ বিভাগের ‘সেরা উদ্ভাবনী’ কর্মসূচির পুরস্কার পেয়েছে আলোর ফেরিওয়ালা।


বিজ্ঞাপন