বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : গতকাল সোমবার ৩০ আগস্ট বিকাল ২ টা ২০ মিনিটে বেজপাড়া মসজিদ বাড়ি রোডে ৮নং বিট অফিসারের আয়োজনে মাদক, জঙ্গী, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধে বিট পুলিশিং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

এসময় অতিঃ পুলিশ সুপার বেলাল হোসাইন উপস্থিত সকলকে বিট পুলিশিং সেবা সম্পর্কে অবহিত করেন এবং বিট পুলিশিং সেবা পেতে নিকটবর্তী বিট অফিসার কে আরো বেশি অপরাধমূলক তথ্য প্রদানের আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সর্বসাধারণ, বিট অফিসার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।