কক্সবাজারে ক্রিস্টাল আইসসহ আটক ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টের তল্লাশি ডগ চার্লি কর্তৃক তল্লাশি চালিয়ে ৯,৫০,০০০/- টাকা মূল্যের ৯৫ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস)সহ ১ জন আসামী আটক, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

রবিবার ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ০১টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যগণ টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ইজি বাইক তল্লাশীর জন্য থামায়। পরবর্তীতে বিজিবি ডগ স্কোয়াড এর ডগ চার্লি দ্বারা ইজি বাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করার এক পর্যায়ে ইজি বাইকের পিছনের যাত্রী সিটের পাশে অতিকৌশলে লুকায়িত অবস্থায় টেপ দ্বারা মোড়ানো ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ চালক মোঃ সালাম (১৯), পিতা-মোঃ ইউনুস, গ্রাম-পুরাতন পল্লান পাড়া, পোস্ট+থানা-টেকনাফ এবং জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। যা পরবর্তীতে টেস্ট করে অত্যন্ত উন্নতমানের আইস হিসেবে চিহ্নিত হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস) এর আনুমানিক মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন