বিশেষ প্রতিবেদক : দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারা দেশে গতকাল রবিবার ৫ সেপ্টেম্বর ১৭ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ ২টি অভিযান, ১৫ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) এর চীফ টেকনিক্যাল ম্যানেজারের কার্যালয়, মহাখালী, ঢাকায় টেন্ডার সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, ঢাকা-১-এর সহকারী পরিচালক হুমায়ন কবীর এর নেতৃত্বে গতকাল রবিবার ৫ সেপ্টেম্বর এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক টেন্ডার সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে আরো তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
বিটিসিএল, বরিশাল-এর সহকারী ম্যানেজারের বিরুদ্ধে অফিস রক্ষণাবেক্ষণের অর্থ ভুয়া বিল ভাউচায় তৈরিপূর্বক আত্মসাতের অভিযোগে প্রেক্ষিতে দুদক সজেকা- বরিশাল থেকে অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।অভিযানকালে উক্ত অফিস থেকে বিল ভাউচার, অফিস রক্ষনাবেক্ষন খরচের বিল ভাউচার ও জেনারেটর বাবদ খরচের বিল ভাউচারসহ সংশ্লিস্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। উক্ত রেকর্ডপত্র সংগ্রহ করতঃ যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করা হবে।
এছাড়া, সহকারী ম্যানেজার-এর বিরুদ্ধে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে বিটিসিএল এর ইউটিলিটিসমূহ প্রতিস্থাপনে টেন্ডারে অনিয়মপূর্বক কোটি টাকা আত্মসাৎ, সার্ভেয়ার ও কানুনগাে-এর বিরুদ্ধে গ্রাহকের ভুয়া নামজারির কাগজ তৈরির; পােস্ট মাস্টার-এর বিরুদ্ধে পােস্ট অফিসের সরকারি জায়গায় স্থানীয় প্রভাবশালীকে অবৈধভাবে ভবন নির্মাণে সহায়তার; ম্যাচ রেফারী, বিসিবি এর বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় বিসিবিতে চাকরি করার; দলিল লেখক সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের দলিল রেজিস্ট্রি বাবদ অতিরিক্ত অর্থ আদায়; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন রিটার্নিং ওয়াল প্রকল্প ও ৪০ দিনের খাদ্য কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাৎ; ৮নং রাঙ্গামাটিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইজিপিপি প্রকল্পের অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্যালয়ের নৌযান ব্যক্তিগত প্রয়ােজনে ব্যবহার; সচিব, বড়ইতলী ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার এর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় ও ভিজিডি কার্ডে অনিয়ম; একরামুল হক মােল্লা, সদস্য, এলােয়াড়ী ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ী, দিনাজপুর এর বিরুদ্ধে ভিজিডি কার্ড ধারীর চাল আত্মসাৎ; মাে: মনির, সদস্য, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ, চাঁদপুর এর বিরুদ্ধে বয়স্কভাতা কার্ড প্রদানে ঘুষ নেওয়ার; শরীর চর্চা শিক্ষক-এর বিরুদ্ধে একই সাথে দুই প্রতিষ্ঠানে শরীর চর্চা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক পদে এমপিও গ্রহণ; অধ্যক্ষ, দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজ, সদর জামালপুর এর বিরুদ্ধে নিয়ােগ সংক্রান্ত রেজুলেশন টেম্পারিং করে ঘুষের বিনিময়ে ১০ জন প্রশিক্ষক ও কর্মচারী এমপিও ভুক্তিকরণের অভিযােগে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান, বিটিসিএল; বিভাগীয় কমিশনার, ঢাকা; মহাপরিচালক, ডাক অধিদপ্তর; প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিবি; মহাপরিদর্শক, নিবন্ধন অধিদপ্তর; জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া; জেলা প্রশাসক, ময়মনসিংহ; জেলা প্রশাসক, সুনামগঞ্জ; উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার; উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ী, দিনাজপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাজীগঞ্জ, চাঁদপুর; জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া; জেলা শিক্ষা অফিসার, জামালপুরসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে উল্লেখিত অভিযোগসমূহের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।