নিজস্ব প্রতিনিধি : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনের রেখে শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পুলিশি সেবা সহজলভ্যকরণের পাশাপাশি অপরাধ দমনে জেলার যেকোন স্থানে তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে আইজিপি’র দিক নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম আরো জোরালো করেছে খুলনা জেলা পুলিশ।
এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল পর্যায়ে জনগনের সাথে আপনজনেরমত মিশে গিয়ে অপরাধ নিমূর্লে সার্বক্ষণিক মানুষের পাশে থাকা নিশ্চিত করতে সুশান্ত সরকার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর), খুলনা জেলার পাইকগাছা, কয়রা ও দিঘলিয়া থানাধীন বিটসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিটে রক্ষিত বিভিন্ন নথি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সারারণ জনগণ এবং সুধী সমাজের সাথে মতবিনিময় করেন।