নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৫টায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপি’র একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ বরিশাল কেন্দ্রীয় লঞ্চঘাটে অবস্থানকৃত সুরভী-৯ লঞ্চের ৩য় তলার উত্তর পাশে ৩৫৬ নং কেবিনে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় ০৭নং বিসিক পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত রশিদ মোল্লা ও মৃতঃ সেতারা বেগম এর ছেলে মানিক মোল্লা (৪০) কে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আরও ০৫ টি মাদক মামলা রয়েছে, আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।