বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আমাদের সংগঠন এবং সহযোগী সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তারা মূলত কেউ দাঁড়ায়নি, তাদের কোনো আগ্রহ ছিল না।


বিজ্ঞাপন

সরকারের প্রত্যকে প্রতিষ্ঠানই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। কখনই সরকারের পক্ষে এককভাবে করোনার মতো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। আমাদের পক্ষে সম্ভব হয়েছে একটাই কারণে যে, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন আছে।

আর এ কারণেই আমরা করোনার মতো অতিমারির ভয়াবহতা মোকাবিলা করতে পেরেছি। জানি এ কথা হয়তো কেউ লিখবেও না, বলবেও না। কিন্তু আমি বলব যে, এককভাবে কখনও সরকারি লোক দিয়ে সবকিছু সম্ভব হয় না।

যে যা বলে বলুক, আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা সেই বিশ্বাস নিয়ে চলেই দেশটাকে গড়ে তুলব। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসব। আজকে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ।