কক্সবাজারে স্বাস্থ্যের ডিজির সম্বনয় কর্মশালা

স্বাস্থ্য

বিশেষ প্রতিবেদক : বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কক্সবাজারে অনুষ্ঠিত ‘Coordination Workshop on Additional Financing for Health Sector Support Project (FDMNs) in Cox’s Bazar’ শীর্ষক সম্বনয় কর্মশালায় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এসময় তিনি Health Sector Support Project (FDMNs) এর কার্যাবলী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি Health Sector Support Project (FDMNs) এর কার্যক্রম আধুনিকায়ন ও বিদ্যমান সেবাকে উদ্দিষ্ট জনগনের জন্য সহজলভ্য করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দেশ ও মানুষের কল্যানে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে কাজ করে চলা প্রত্যককে তিনি উৎসাহ ও অনুপ্রেরনা প্রদান করেন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব,(বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম, এনডিসি,অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ অলিউল্লাহ , বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।