নিজস্ব প্রতিনিধি : নড়াইলের নড়াগাতিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০) এবং টোনা গ্রামের শওকত সরদার (৬০)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট টোনা গ্রামের শওকত সরদারসহ নিজের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হন। এসময় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সিবানন্দপুর এলাকায় সড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ব্যক্তিগত গাড়িতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।