স্বাস্থ্যের ডিজির কক্সবাজার ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার, কক্সবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তবিভাগের সেবা কার্যক্রম ঘুরে দেখেন।


বিজ্ঞাপন

হাসপাতালে আগত রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলে রোগীদের চিকিৎসা কার্যক্রমের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।


বিজ্ঞাপন

সীমিত জনবল ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সেবাদান কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান।

হাসপাতালের পাশাপাশি তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন।

হাসপাতালের ভিতরে পর্যাপ্ত পরিচ্ছন্নতা থাকলেও হাসপাতাল চত্ত্বর ও হাসপাতাল ভবনের পিছনের অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে পরিচ্ছন্নতার বিষয়ে আরও গুরুত্ব দিতে বলেন।

হাসপাতালের সেবাসমূহ আরও জনমূখী ও আধুনিক করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দেন মহাপরিচালক ।