জালালাবাদে ২ পাহাড় খেকো আটক, ৮০,০০০ টাকা জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ১৬/০৯/২০২১খ্রিঃ সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এসআই(নিঃ)/নিহারেন্দু তালুকদার এবং রাত্রীকালীন সিয়েরা-২১ অফিসার এসআই(নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, সিয়েরা-২৩ অফিসার এএসআই(নিঃ)/মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ঘটনাস্থল জালালাবাদ থানাধীন দুসকী মোহাম্মদী আবাসিক এলাকায় পাহাড় কাটার সময় ১। বশির মিয়া (৬২), পিতা-মৃত মলিম মিয়া, সাং-মোহাম্মদীয়া আ/এ, ২। কাঁচা মিয়া (৫২), পিতা-মৃত ময়ম আলী, সাং-ভাটপাড়া, আখালিয়া, উভয় থানা-জালালাবাদ, জেলা-সিলেট দ্বয়কে আটক করা হয়।


বিজ্ঞাপন

বিষয়টি তাৎক্ষনিক পরিচালক ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট পরিবেশ অধিদপ্তর, সিলেট কে অবহিত করলে পরিচালক মোঃ রাসেল নোমান এবং জনাব মোঃ ইমরান হোসেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার টেবিল ৫ অনুসারে নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।