বস্ত্র ও পাট সচিবের জুম প্লাটফর্মে অংশগ্রহন

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান আজ জুম প্লাটফর্ম এ Hard Fibre বিষয়ক ৪০ তম ইন্টারগভার্ণমেন্টাল গ্রুপ (আইজিজি) এবং পাট, কেনাফ এবং এ জাতীয় তন্তু নিয়ে গঠিত ইন্টারগভার্ণমেন্টাল গ্রুপের ৪২ তম সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী বছরের শেষাংশে পাট, পাটজাত দ্রব্য এবং এ জাতীয় তন্তু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের বিষয়েও আজকের সভায় আলোচনা হয়েছে।


বিজ্ঞাপন

আন্তর্জাতিক এ সভাটি বাংলাদেশে আয়োজন করা সম্ভব হলে বহির্বিশ্বে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের প্রচার ও রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।


বিজ্ঞাপন

বর্তমানে তিনি আগামী মাসে দুবাইয়ে শুরু হতে যাওয়া দুবাই এক্সপোতে জেডিপিসি’র উদ্যেগে পাটজাত পণ্যের স্টলের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের জন্য জেডিপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম,এনডিসিসহ সরকারি সফরে দুবাইয়ে অবস্থান করছেন।