টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ০১ জন আসামীসহ ১০,০০,০০,০০০/- (দশ কোটি) টাকা মূল্যমানের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

২২ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১০,০০,০০,০০০/- (দশ কোটি) টাকা মূল্যমানের ০২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়ীতে ক্রিস্টাল মেথ আইস লুকায়িত রয়েছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর দুপুর ১ টায় টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে অপারেশন অফিসারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল দ্রুত ব্যাটালিয়ন সদর হতে ৫০০ মিটার উত্তরে মিঠাপানিছড়া নামক স্থানে বর্ণিত সন্দেহজনক বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত বাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করার সময় ১ জন সন্দেহভাজন ব্যক্তি বাড়ীর পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল কয়েকটি দলে বিভক্ত হয়ে চারদিক থেকে ঘেরাও করতঃ উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

অতঃপর আটককৃত ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত বাড়ীর ফলস সিলিং এর উপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ১০,০০,০০,০০০/- (দশ কোটি) টাকা মূল্যমানের ০২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর নাম ও ঠিকানা হলো- মোঃ মুজিব (২০), পিতা-মোঃ সোনা মিয়া, মাতা-মোসাঃ মাহমুদা খাতুন, গ্রাম-মিঠাপানিছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

আটককৃত আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত অবৈধ ও অতীব ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস আটকের এটাই সর্বোচ্চ পরিমাণ সফলতা।