সিলেটে বেসরকারি হাসপাতালে জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৯, সিলেট এবং এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি), হবিগঞ্জ এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন এলাকার ১ টি বে-সরকারী হাসপাতালে অভিযান পরিচালনা করে ৩৫,০০০/- টাকা জরিমানা আদায় করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
রবিবার ২৬ সেপ্টেম্বর ১১ টা হতে ২ টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা, এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভূমি), হবিগঞ্জ সদর, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন এলাকায় অবস্থিত ‘‘মুন জেনারেল হাসপাতাল’’ ও হাসপাতালে নিয়োগকৃত ডাক্তার কর্তৃক অন্যের পরিচয় পত্র ব্যবহার করায় মুন জেনারেল হাসপাতাল ১০,০০০/- টাকা অন্যের পরিচয় পত্র ব্যবহার করায় ডাক্তারকে ২৫,০০০/-টাকাসহ সর্বমোট ৩৫,০০০/-টাকা জরিমানা আদায় করা হয় এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন